অক্টোবর রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৫তম বার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে গতকাল নগরীর হাজারী লেইন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উদীচী চট্টগ্রাম।
সভায় বক্তারা বলেন, রুশ বিপ্লব মানব মুক্তির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। এ বিপ্লব মানুষের মুক্তির দিকনির্দেশনা করেছে। পৃথিবীব্যাপী আজ যে সংকট চলছে তার সমাধান সম্ভব হবে না। এই সংকটের সমাধান পুঁজিবাদ দিতে পারবে না। এর একমাত্র সমাধান সমাজতন্ত্র। সমাজতন্ত্র আজ আবার দেশে দেশে অজেয় শক্তিতে জেগে উঠছে। সারা দেশে এই চেতনা ছড়িয়ে দিতে হবে।
সিপিবি চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী ও সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।










