চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাউজানের সাবেক পৌর মেয়র দেবাশীষ পালিতের শ্বশুর নটবর চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেছেন।
গত শুক্রবার দিনে তার আত্মীয়-স্বজন ও বিশিষ্টজনদের উপস্থিতিতে বলুয়ার দিঘীর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, তিনি চট্টগ্রামের স্বনামধন্য ঘড়ি ব্যবসায়ী সি আর চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী রোটনসহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












