আনোয়ারা উপজেলায় দিন দুপুরে প্রাইভেট কারে করে গরু চুরি করে পালানোর মো. সুমন (৩১) নামে এক চোরকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। গ্রেপ্তার সুমন পটিয়া উপজেলার হাবিলাইশ দ্বীপ ইউনিয়নের পূর্ব চরখানাই গ্রামের মো. সেলিমের পুত্র।
গতকাল শনিবার দুপুর ২টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পাঠানিকোটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ক্ষুদ্ধ জনতা চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে।
সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রেপ্তার সুমন ও তার সঙ্গী বাবুল (৩২) এবং নুরুল আবছার (৩৫) প্রাইভেটকারে এসে পাটানীকোটা গ্রাম থেকে স্থানীয় প্রদীপ বিশ্বাসের একটি গরু প্রাইভেট কারে করে নিয়ে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে এক চোরকে (সুমন) ধরে পিটুনি দেয় এবং চোরাই কাজে ব্যবহৃত কারটি পুড়িয়ে দেন। এ সময় অপর দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
আনোয়ারা থানার ওসি মির্জা মো. হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমন নামে এক গরুচোরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে।