এক বছর টাকা জমিয়ে ৩০০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা তুলল দিনমজুর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ৯:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ৩০০ ফুট লম্বা পতাকা বানিয়ে চমক সৃষ্টি করেছেন মো. সেকান্দর বাদশা নামে এক দিনমজুর। তিনি আর্জেন্টিনার সমর্থক। পতাকাটি বানাতে তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। উপজেলার শিলক ইউনিয়নের ৬নং ওয়ার্ড কুদ্দুস মার্কেট এলাকায় সড়কের পাশে পতাকাটি উঠানো হয়েছে। এটি টাঙাতে ব্যবহার করা হয়েছে ৬০টি বাঁশ। পতাকাজুড়ে রয়েছে মেসিসহ আর্জেন্টাইন খেলোয়াড়দের ছবি। রয়েছে কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা অর্জনেরও আলোকচিত্র। তবে অন্য দেশের পতাকাকে ভালবেসে নিজ দেশের পতাকাকেও তিনি সম্মান দেখিয়েছেন।

এজন্য তিনি পতাকাজুড়ে তুলেছেন ২০টি বাংলাদেশের পতাকা। এসময় কথা হয় পতাকার উদ্যোক্তা মো. সেকান্দর বাদশার সাথে। তিনি বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করি। ফেসবুকে, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানোর খবর পেয়েছি। এটি মেসির শেষ বিশ্বকাপ। তাই মেসিকে ভালবেসে আর্জেন্টিনার সমর্থনে পতাকা তৈরি করে প্রদর্শনী করেছি।

তিনি বলেন, দৈনিক ৫০০ টাকা বেতনে দিনমজুর হিসেবে কাজ করি আমি। সেখান থেকে গত এক বছর ধরে টাকা জমিয়ে পতাকা বানিয়েছি। এবার বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার হাতে উঠবে, সেটিই প্রত্যাশা আমার। এদিকে পতাকাটিকে ঘিরে সমর্থকরা শনিবার বিকেলে র‌্যালি বের করে।

পূর্ববর্তী নিবন্ধযেভাবে ধরা পড়ল জ্যাকেট চুরির প্রধান আসামি
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় আগুনে পুড়ে গেল ৪২ দোকান-বাড়ি