ইউক্রেইনের রাজধানী কিইভ সফরে গিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে দেশটির প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
আজ শনিবার (১৯ নভেম্বর) তিনি কিইভ সফর করেন বলে জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
পরে টুইটারে এক পোস্টে সুনাক বলেন, “স্বাধীনতার জন্য যুদ্ধের অর্থ কী তা যুক্তরাজ্য জানে। আমরা সবভাবে আপনাদের পাশে আছি।”
জেলেনস্কি শনিবার দুই নেতার বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বলেও জানায় রয়টার্স।
টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি লেখেন, “আমাদের দুই দেশের জন্য এবং বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা শক্তিশালী এবং আমরা কাঙ্খিত ফলাফল অর্জন করবই।”
জেলেনস্কির সঙ্গে বৈঠকে সুনাক রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেইনের বেসামরিক জনগণ এবং গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার সুরক্ষায় দেশটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন একটি বৃহৎ প্যাকেজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।
এর আগে এ মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেইনকে আরো এক হাজারের বেশি অ্যান্টি-এয়ার মিসাইল দেয়ার ঘোষণা দিয়েছিলেন।












