হাটহাজারীতে আগুনে পুড়েছে ৩ দোকান

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৬:০৫ অপরাহ্ণ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১টি মার্কেটের ৩টি দোকান পুড়ে গেছে। এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ শনিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসদরস্থ থানা সংলগ্ন সেন্ট্রাল প্লাজার চারতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে গেলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগে ৩টি দোকান পুড়ে যায় ও ৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, “দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রাথমিকভাবে ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে লোকজন হতাহতের ঘটনা ঘটেনি।”

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বিএনপি’র গণসমাবেশ ঘিরে বাস-ইন্টারনেট বন্ধ
পরবর্তী নিবন্ধবসতঘরের মাটির গর্তে ৩ কোটি টাকার ইয়াবা