বসতঘরের মাটির গর্তে ৩ কোটি টাকার ইয়াবা

বাঁশখালীতে আটক ১

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৬:৩৭ অপরাহ্ণ

বাঁশখালী উপ‌জেলার সরল ইউ‌নিয়‌নের মিনজী‌রিতলা গ্রামের মো. শহীদ উল্লাহ(৩৫)-এর বা‌ড়ি‌তে মজুদ ক‌রে রাখা প্রায় ৩‌ কো‌টি টাকার ৯১ হাজার ইয়াবা উদ্ধার করা হ‌য়ে‌ছে।

র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)-এর একটা দল ইয়াবা উদ্ধার ও আট‌কের বিষয়‌টি আজ শ‌নিবার (১৯ ন‌ভেম্বর) নি‌শ্চিত করা হয়। র‌্যা‌বের হা‌তে আটক মো. শহীদ উল্লাহ সরল ইউ‌নিয়‌নের মিনজী‌রিতলা গ্রামের সৈয়দুল ইসলামের পুত্র।

জানা যায়, সর‌লের মিনজীরিতলা এলাকায় শহীদুলের বসতঘরের ভিতর মাদকদ্রব্য মজুদ রেখে ক্রয়-বিক্রয় করা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে আজ র‌্যাব-এর এক‌টি দল অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় ধৃত আসামী মো. শহীদ উল্লাহর বসতঘরের মাটির গর্ত হতে ১টি প্লাস্টিকের ছোট বস্তার ভিতরে থাকা ইট সদৃশ্য সাদা পলিথিনের উপর স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৯১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, আটক মো. শহীদ উল্লাহ দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারিভাবে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পুড়েছে ৩ দোকান
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে আগুনে পুড়ল ১৫ বসতঘর