দুই বছর আগের ডাকাতি মামলার আসামি পিবিআইয়ের জালে

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

দুই বছর পূর্বে লোহাগাড়া থানা এলাকায় সংঘটিত ডাকাতি মামলার আসামি মোঃ মনছুরকে (৩৬) গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম জেলা। পরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
ঘটনার বিবরণে তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোঃ সিরাজুল মোস্তফা জানান, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক একটার দিকে লোহাগাড়া থানাধীন চুনতি সুফীনগরস্থ সৈয়দ নুর সওদাগরের বসতবাড়িতে মুখোশধারী ১১/১২ জনের সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল ডাকাতি
করে। তারা আলমিরার দরজা ভেঙে নগদ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় মোঃ জসিম উদ্দিন (৪৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করেন।
ডাকাতি মামলাটি লোহাগাড়া থানা পুলিশ প্রায় দুই বছর তদন্ত করেও ঘটনায় জড়িত কোনো আসামি সনাক্ত ও গ্রেপ্তার করতে না পারায় বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। বিজ্ঞ আদালত মামলাটি বিষদ পর্যালোচনা শেষে অধিকতর তদন্তের জন্য পিবিআই চট্টগ্রাম জেলার উপর তদন্তভার ন্যস্ত করেন।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল মোস্তফা গত ১১ সেপ্টেম্বর মামলার তদন্তভার গ্রহণ করে গুপ্তচর নিয়োগ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। অবশেষে গত ১৭ নভেম্বর কক্সবাজার জেলার চকরিয়া থানার মহছেনিয়াকাটা নামক স্থান থেকে ডাকাতির ঘটনায় জড়িত আসামি মোঃ মনছুরকে গ্রেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মনছুর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামি মনছুরের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র, মাদক দ্রব্য ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে বহু মামলা বিচারাধীন রয়েছে। আসামি মোঃ মনছুরকে গতকাল ১৮ নভেম্বর আদালতে সোপর্দ করলে সে উক্ত ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে অপরাপর আসামির নাম উল্লেখ করে জবানবন্দি প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় কার উল্টে পাঁচজন আহত
পরবর্তী নিবন্ধশঙ্খচরে শীতের সবজিতে ব্যস্ততা