নগরীর পলোগ্রাউন্ড এলাকায় গড়ে তোলা অবৈধ ২৯টি সেমিপাকা স্থাপনা রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ গুঁড়িয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পলোগ্রাউন্ড মাঠের দক্ষিণ এবং পশ্চিম পাশের ১৬৩ জন দখলদারকে বিতাড়িত করা হয়। অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাফিজ ফিল্ড কানুনগো, আমিন ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বলেন, দীর্ঘদিন ধরে পলোগ্রাউন্ড মাঠের দক্ষিণ এবং পশ্চিম পাশে দখলদাররা অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা করে আসছিলেন। সেখানে অভিযান পরিচালনা করে রেলওয়ের শূন্য দশমিক ৩৪ একর ভূমি উদ্ধার করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে ১৬৩ জন অবৈধ দখলদারকে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।












