মুনমুন সেনের মেয়ে রিয়ার রাজনীতিতে আসার গুঞ্জন

| শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

অভিনেত্রী ও ভারতের প্রাক্তন সংসদ সদস্য মুনমুন সেনের কন্যা অভিনেত্রী রাইমা সেনের রাজনীতিতে আসার গুঞ্জন শোনা যাচ্ছে। কেন এই গুঞ্জন ছড়ালো এই নিয়ে মুনমুন-রাইমা ভক্তদের মাঝে আলোচনা চলছে। হঠাৎ রিয়া সেন রাজনীতিতে নামার গুঞ্জন ছড়ানোর অবশ্য কারণও রয়েছে। একটি রাজনৈতিক অনুষ্ঠানে রাহুল গান্ধীর পাশে হেঁটেছেন রিয়া সেন। এই ছবি ভারতের বিভিন্ন গণমাধ্যম বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়া যাত্রা’ করছেন।
সেই পদযাত্রায় বৃহস্পতিবার হাঁটতে দেখা গেলো অভিনেত্রী রিয়াকে। কংগ্রেসের রাজনৈতিক যাত্রায় আচমকা রিয়াকে হাঁটতে দেখা গেছে। সানগ্লাস, পায়ে হাঁটার উপযোগী সাদা স্নিকার্স, খোলা চুলে রিয়া রাহুলের পাশে পাশে হাঁটছিলেন। পরনে হালকা বাদামি লাল রঙের টপ এবং জিন্সের ট্রাউজার্স। মিছিলে হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে বেশ কয়েক বার কথা বলতেও দেখা গেছে তাকে।

পূর্ববর্তী নিবন্ধতিন ভবিষ্যৎ স্থপতির হাতে কেএসআরএম অ্যাওয়ার্ড
পরবর্তী নিবন্ধনতুন গান নিয়ে শাপলা