অনাবাদি জমি চাষের আওতায় আনতে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় পটিয়াতেও এক ইঞ্চি জায়গাও অনাবাদি ফেলে রাখা যাবে না। অনেকেই জমি ক্রয় করে চাষাবাদ না করে ফেলে রেখেছে। এসব অনাবাদি জমি চিহ্নিত করে সংশ্লিষ্ট জমির মালিকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। যারা চাষাবাদ শুরু করবে না তাদের জমিতে স্থানীয় উপকারভোগী কৃষকদের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় চাষাবাদ করা হবে। প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে আগামী মঙ্গলবার থেকে কৃষি কর্মকর্তারা মাঠে নামবে।
গত মঙ্গলবার বিকেলে অনাবাদি জমি চাষের আওতায় আনতে পটিয়া উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ. লীগের সিনিয়র সহসভাপতি আবদুল খালেক, পৌরসভা আ. লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, এম এজাজ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, জাকারিয়া ডালিম, ইনজামুল হক জসিম, শাহিনুল ইসলাম শানু, ফৌজুল কবির কুমার, রনবীর ঘোষ টুটুন, বখতিয়ার উদ্দিন, এম এ হাসেম, মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ।