‘ডায়াবেটিস আতংকের নয়’

| বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইলা) উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টারের সহযোগিতায় গত সোমবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা, ডায়াবেটিক সচেতনতায় সেমিনার, ফ্রি হেলথ চেকআপ এবং ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ডায়াবেটিস আতংকের বিষয় নয়। নিয়ন্ত্রণ থাকলে সুস্থ থাকা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞাঁ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান, লায়ন অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অ্যাডভোকেট নাজমুল আহসান আলমগীর, অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, মোহাম্মদ এরশাদুর রহমান রিটু, অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী।
উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ব্লুমিং স্টারের প্রেসিডেন্ট লায়ন মো. আরমান রসুল, অ্যাডভোকেট মো. মাহবুবুল হাসান আনু, লায়ন মো. জিয়াউল হক সোহেল, অ্যাডভোকেট মো. এনামুল হোসেন চৌধুরী, সেক্রেটারি মো. রবিউল হোসেন নয়ন, অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী রুমান, মো. ইউসুফ আলম মাসুদ, লায়ন মো. শেখ আব্দুল কাদের অভি প্রমুখ। কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যতের শহর কেমন হবে তা ভাববার এখনই সময়
পরবর্তী নিবন্ধপটিয়ায় পতিত জমিতে চাষাবাদে মাঠে নামবে কৃষি বিভাগ