অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগের চট্টগ্রাম জেলা পুলিশ-আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং কল্লোল সংঘের খেলা ড্র হয়েছে। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় জেলা পুলিশ এবং নওজোয়ানের খেলা গোলশূন্য ড্র হয়েছে। ফলে ৬ষ্ঠ রাউন্ড শেষে নওজোয়ান ১০ পয়েন্ট অর্জন করেছে। ৩টি খেলায় জয় এবং ২টি খেলায় পরাজয়, ১টি খেলায় ড্র নিয়ে তারা ঐ পয়েন্ট অর্জন করে। জেলা পুলিশ সমান খেলায় ৯ পয়েন্ট পেয়েছে। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের ডাবলু দাশ। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাজিব বিকাশ বড়ুয়া (টুটুল)। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় পটিয়া এবং কল্লোল সংঘ ১-১ গোলে ড্র করে। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে এগিয়ে যায় পটিয়া। রাইট উইং থেকে সতীর্থের ক্রস থেকে বল পান সোহাগ বর্মন। তিনি হেড করে বল জালে ঢুকিয়ে দেন (১-০)। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে আরো একটি সুযোগ পায় পটিয়া। গোলমুখে বেলাল আহমদ পা ছোঁয়াতে ব্যর্থ হন। ২৫ মিনিটে গোল শোধ করতে সমর্থ হয় কল্লোল সংঘ। এ সময় বেশ কিছুটা চাপ সৃষ্টি করে তারা পটিয়ার রক্ষণভাগের উপর। ডান দিক থেকে রাশেদের বাড়ানো বলে ফাঁকায় থাকা আবু সাদেক শট নেন গোলে। তা থেকে গোল হলে খেলায় সমতা আসে (১-১)। এ অর্ধের ৩৫ মিনিটে দারুন সুযোগ পায় কল্লোল সংঘ। বদলি সাগর বক্সে ঢুকে শট নেন। কিন্তু বল পটিয়ার গোলকিপারের গায়ে লেগ প্রতিহত হয়। বাকি সময় গোল করার আর বেশি সুযোগ আসেনি কোন দলের কাছেই। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কল্লোল সংঘের খেলোয়াড় আবু সাদেক। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ২.৪৫ টায় এ খেলায় অংশ নেবে কর্ণফুলী ক্লাব এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাব।