বিশ্বকাপে খেলতে দেশে ফিরে জাতীয় দলে যোগ দিয়েছেন রবের্ত লেভানদোভস্কি। পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে পুরো দমে চলছে প্রস্তুতি। এর মাঝেই নিষেধাজ্ঞার খবর পেলেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার। লা লিগায় বার্সেলোনার সবশেষ ম্যাচে
গত সপ্তাহে ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লেভানদোভস্কি। এজন্য তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার কথা গতকাল বুধবার জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। লেভানদোভস্কির পাশাপাশি ওই ম্যাচে মাঠে না নেমেই লাল কার্ড দেখেছিলেন জেরার্দ পিকে। বিরতির সময় রেফারির উদ্দেশ্যে ‘অপমানজনক মন্তব্য’ করায় তাকে দেওয়া হয়েছে ৪ ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি। তবে অবসর নেওয়ায় কার্যত এ শাস্তি ভোগ করতে হবে না স্প্যানিশ ডিফেন্ডারকে। খবর বিডিনিউজের।
পোলিশ স্ট্রাইকারের ক্যারিয়ারে এটি দ্বিতীয় লাল কার্ড। বরুশিয়া ডর্টমুন্ডে থাকাকালীন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে হ্যামবুর্গের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেছিলেন তিনি। নিষেধাজ্ঞার খবর জানিয়ে আরএফইএফের পক্ষ থেকে বলা হয়েছে, লাল কার্ড দেখার পর রেফারির দিকে আপত্তিকর ইঙ্গিত করেন লেভানদোভস্কি। যে কারণে লাল কার্ডের স্বাভাবিক এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে আরও দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিশ্বকাপ শেষে লা লিগায় এস্পানিওল, আতলেতিকো মাদ্রিদ ও গেতাফের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না লেভানদোভস্কি।
কাতার বিশ্বকাপে আগামী ২২ নভেম্বর মেঙিকোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লেভানদোভস্কির পোল্যান্ড। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও সৌদি আরব।