হাটহাজারীতে শব্দদূষণ রোধকল্পে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫টি মামলায় সাড়ে নয় হাজার টাকা জরিমানাসহ হাইড্রলিক হর্ন ও পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়েছে। তাছাড়া অভিযানে ৬৫টি গাড়ি থেকে ৮৮টি হাইড্রলিক হর্ন ও সাড়ে পাঁচশ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নন্দীরহাট, পৌরসদরস্হ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে যৌথভাবে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল, গবেষণাগার ও চট্টগ্রাম জেলা কার্যালয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম।
অভিযানে সহযোগিতায় ছিলেন এ কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সহকারী পরিচালক নুর হাসান সজীব, জুনিয়র কেমিস্ট শফিকুল ইসলাম, এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।