বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ১২ নভেম্বর চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম প্রাঙ্গণে পরিষদের সভাপতি এড. রুবেল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যক্ষ গুরুপদ পালিত, অধ্যাপক ডা. বাসনা মুহুরী এবং অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। প্রান্ত সেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সহ-সভাপতি পূজন সাচী দত্ত। অনুষ্ঠানে বিগত ২০১৯-২০২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী জয় চৌধুরী এবং আয়-ব্যয় বিবরণী পাঠ করেন কৌশিক দাশ। উপস্থাপিত প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন ওম প্রকাশ ধর, ড. জুয়েল দাশ, অসীম চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা পরিষদের কর্মকাণ্ডের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনায় বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ ও পরামর্শ প্রদান করেন। পরিশেষে ড. জুয়েল দাশকে সভাপতি ও কৌশিক দাশকে সাধারণ সম্পাদক করে পরবর্তী ২০২২-২০২৪ ইং অর্থবছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রেস বিজ্ঞপ্তি।