ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর

মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্য মেলার সমাপনীতে সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে সিএমপি সবসময় তৎপর রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের আয়োজিত মেলায় আমাদের সার্বক্ষণিক নজরদারি ছিল। ব্যবসায়ীরা আমাদের অনেক সহায়তা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার নগরীর কাজির দেউড়ির আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আয়োজিত মাসব্যাপী ৭ম বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, বাণিজ্য মেলা শুধুমাত্র পণ্য কেনাবেচার মেলা নয়। এই মেলার উদ্দেশ্য হলো দেশের শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও তার সাথে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি রপ্তানি বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা। সেদিক বিবেচনায় এই বাণিজ্য মেলা আমাদের রপ্তানি বাণিজ্যের উন্নয়নে সুদূরপ্রসারী মাইলফলক হিসেবে কাজ করে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখেই চট্টগ্রাম মেট্রোপলিটন
চেম্বার প্রতি বছর বাণিজ্য মেলার আয়োজন করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এএম মাহবুব চৌধুরী বলেন, বৃষ্টির কারণে প্রথম দিকে একটু বিঘ্নিত হলেও শেষের ১৫ দিন মেলা ছিল জমজমাট। চেম্বারের মূল কাজ হচ্ছে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। সেই জায়গায় আমরা কাজ করছি।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি ও দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী বিলাসী মনোভাব বাদ দিয়ে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবহার যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করার পরামর্শ দেন।
উল্লেখ্য, গতকাল রাত ১০টায় সমাপনীতে প্রবেশ টিকিটের ওপর র‌্যাফেল ড্র’র পুরস্কার হিসেবে মোটরসাইকেল দেওয়া হয়। প্রায় ৮৫ হাজার বর্গফুট আউটার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় এবারের মেলা। এতে ৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, শিশুদের জন্য কিডস জোন ছাড়াও ২০০ স্টল রয়েছে। মাসব্যাপী মেলা আজ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধচারদিন ব্যাপী পিটুপি বিল্ড এক্সপো শুরু হচ্ছে কাল
পরবর্তী নিবন্ধ৮০০ কোটি মানুষ, দরকার ‘পৌনে দুটো’ পৃথিবী