চট্টগ্রামের আলোচিত কোকেন কাণ্ডের ঘটনায় মাদক আইনের মামলায় দেওয়া ২১ জন সাক্ষীর সাক্ষ্য চোরাচালান ৫ম পৃষ্ঠার ৩য় কলাম
মামলাতেও গ্রহণ দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গতকাল চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নোমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কোকেন কাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মাদক মামলায় ২৮ জন এবং চোরাচালান মামলায় ৭ জন সাক্ষ্য দিয়েছেন। চোরাচালান মামলায় দেওয়া ৭ জন সাক্ষী মাদক মামলাতেও সাক্ষ্য দিয়েছেন। এ সাতজন বাদে বাকী ২১ জন সাক্ষীকে চোরাচালান মামলায় গ্রহণ দেখানোর জন্য আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। আগামী ১৭ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে বলেও জানান তিনি।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ জুন বন্দরে কোকেন জব্দের ঘটনা ঘটে। এ ঘটনায় মাদক আইনের মামলায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। পরে চোরাচালান আইনের মামলাতেও চার্জ গঠন করে বিচার শুরু করা হয়।