২ বছর নিষিদ্ধ হলেন রোমান সানা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বড় শাস্তি পেয়েছেন দেশের তারকা আর্চার রোমান সানা। তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। রোমান সানার আচরণ নিয়ে ফেডারেশনের কর্মকর্তাদের অসন্তুষ্টি ছিল। তাকে সাবধান করে চিঠি দেওয়া হলে তিনি ক্ষমা চেয়েছিলেন। পরে তাকে ক্ষমাও করে দেওয়া হয়েছিল। কিন্তু ফের নাকি শৃঙ্খলা ভাঙার পথেই হেঁটেছেন টোকিও অলিম্পিকসে খেলা এই আর্চার। তাই তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ‘রোমান শৃঙ্খলা ভঙ্গ করেই যাচ্ছিল। তাই তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে তা কার্যকর হবে। এই সময়ে রোমান ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আমরা মনে করি ওর সংশোধন হওয়া উচিত।’

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের মহানগর টিমের ট্রায়াল আজ
পরবর্তী নিবন্ধকল্লোল-কর্ণফুলী পয়েন্ট ভাগাভাগি