ভিনদেশি নোরা ফাতেহিকে দেশের অনুষ্ঠানে আনায় যত খরচ হবে, তার ৩০ শতাংশ উৎসে কর হিসাবে পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এই কর কেটে নেওয়া নিশ্চিত করতে এনবিআর সমপ্রতি সংশ্লিষ্ট দপ্তরসহ আয়োজকদের চিঠি দিয়েছে। আয়োজকরা অবশ্য বলেছেন, উৎসে কর ইতোমধ্যে পরিশোধ করেছেন তারা। আগামী ১৮ নভেম্বর ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’ ও ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি। খবর বিডিনিউজের।
কাতার বিশ্বকাপের ‘থিম সং’র শিল্পী নোরা বাংলাদেশের এই অনুষ্ঠানে কী পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন, তা কোনো তরফেই প্রকাশ করা হয়নি। তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় নোরা ফাতহিকে আনার ক্ষেত্রে চারটি শর্ত দেয় আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ কর্পোরেশনকে, যেখানে এটাও ছিল-‘প্রযোজক কর্তৃক বিদেশি অভিনেত্রীর সঙ্গে সম্পাদিত চুক্তিমূল্য, বিমান ভাড়া, হোটেল ভাড়া এবং যাতায়াত ভাড়ার উপর ৩০ শতাংশ হারে দেওয়া অগ্রিম কর সরকারকে দিতে হবে’। রোববার এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা উইংয়ের সদস্য শাহীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে উৎসে কর পরিশোধ নিশ্চিত করতে বলা হয়। চিঠিতে বলা হয়, বিদেশি শিল্পী নোরা ফাতেহির আসার খবর তারা আনুষ্ঠানিকভাবে জানেনই না, সংবাদ মাধ্যমে দেখেছেন। এতে বলা হয়, বিদেশি শিল্পীদের বাংলাদেশে যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লেখিত পারিশ্রমিক ছাড়াও অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীগণের যাতায়াত ও থাকা খাওয়াসহ সব খরচের ওপর ৩০ শতাংশ উৎসে কর পরিশোধ করতে হয়।