টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার সঙ্গে একটা কীর্তিও গড়েছে ইংল্যান্ড। আর তা হলো প্রথম দল হিসেবে এখন তাদের কাছে একই সময়ে দুই ফরম্যাটের বিশ্বকাপ শিরোপা। দুটিতেই দলের সঙ্গে ছিলেন জশ বাটলার। পাকিস্তানকে হারিয়ে এবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সময়তো তিনি অধিনায়কও। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েই ফাইনালে তুলেছেন বাটলার। সেমিফাইনালেই অ্যালেঙ হেলসকে সঙ্গে নিয়ে ভারতকে হারিয়েছেন কোনো উইকেট না হারিয়ে। ফাইনালের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে বাটলার বলেছেন বিশ্বকাপ জিতে গর্বিত তিনি। বাটলার বলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা কেকের ওপর আইস। তাই অনেক গর্বিত আমরা। লম্বা যাত্রায় আর কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা পুরস্কার পেয়েছি। অসাধারণ টুর্নামেন্ট ছিল এটি আমাদের জন্য। পাকিস্তানে গুরুত্বপূর্ণ সময় কেটেছে দলের জন্য। সেখান থেকে আমরা প্রস্তুত হয়ে এসেছি। কিন্তু এই খেলাটা আয়ারল্যান্ড ম্যাচ থেকে অনেক দূরের।
পাকিস্তানের ইনিংসের ১২তম ওভারে বল করতে আসেন আদিল রশিদ। প্রথম বলেই তিনি ফেরান বাবর আজমকে। ক্যাচটি ধরেছিলেন রশিদ নিজেই। ওই ওভারটি মেডেন করেন রশিদ। মূলত ম্যাচের মোড় বদলে যায় তার করা ওভারটিতেই। ম্যাচ শেষে এই স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন তার অধিনায়ক। ইংলিশ দলপতি বলেন বলেন, আদিলের ওই ওভার ছিল অসাধারণ। সে এমন একজন বোলার যাকে আমরা কিছু একটা ঘটানোর জন্য বল তুলে দেই। এটা সহজ কাজ না।