তিন মাসে বাড়ল নয় হাজার কোটি টাকা

| সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বছর কয়েক ধরে সময়ে সময়ে বড় ঋণ পরিশোধে ছাড় ও সুবিধার পাশাপাশি নানান পদক্ষেপও খেলাপি ঋণের রাশ টানতে জোরালো ভূমিকা রাখছে না; এরমধ্যেই সবশেষ তিন মাসে তা আরও ৯ হাজার কোটি টাকার বেশি বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে মোট ঋণের মধ্যে খেলাপির হার দাঁড়িয়েছি ৯ দশমিক ৩৬ শতাংশের মত। গত জুন শেষে এ হার ছিল ৮ দশমিক ৯৬ শতাংশ। এ হিসাবে খেলাপি ঋণের হার আগের প্রান্তিকের চেয়ে গত সেপ্টেম্বর শেষে দশমিক ৪ শতাংশ পয়েন্ট বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক জুন শেষে খেলাপি ঋণের স্থিতি ছিল ১ লাখ ২৫ হাজার কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে তা এসে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকায়। আর ২০২১ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের স্থিতি ছিল ১ লাখ
১ হাজার ১৫০ কোটি টাকা। সে হিসাবে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩২ দশমিক ৮৭ শতাংশ। অপরদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকার বেশি। খবর বিডিনিউজের।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৬ হাজার কোটি টাকা। এরমধ্যে খেলাপির পরিমাণ ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। সবশেষ খেলাপি ঋণের তথ্যের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ এখনই কোনো মন্তব্য করতে চাননি। নিয়মিত বিরতিতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ ‘ভুল’ যায়গায় ঋণ যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তার মতে, ‘শুধু আইন সংস্কার করলেই হবে না, তা প্রয়োগে বাংলাদেশ ব্যাংক ও সরকারকে কার্যকর ভূমিকাও রাখতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধআদালতে সাক্ষ্য দিলেন সজীব ওয়াজেদ জয়
পরবর্তী নিবন্ধ‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী মারা গেছেন