পূর্ব শত্রুতার জের ধরে কক্সবাজার শহরের কলাতলীস্থ চন্দ্রিমা আবাসন এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসূফ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একই এলাকার বাবুলের ছেলে সোহেল (২৫) নামের এক আসামিকে আটক করা হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের চন্দ্রিমা আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশের সাথে উত্তেজিত জনতার সংঘর্ষ হয় এবং এতে দুই পুলিশ সদস্যসহ
১০/১২ জন আহত হয়।
নিহত ইউসূফ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং পেশায় সৈকতের ফটোগ্রাফার হিসাবে কর্মরত ছিল।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা
আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে উত্তেজিত জনতার সংঘর্ষ হয় এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি তাৎক্ষণিক আহত পুলিশ সদস্যদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
নিহত ইউসূফের ভাই ছৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ইউসুফের সাথে একই এলাকার সোহেলের তর্কবিতর্ক হয়। এ ঘটনার জের ধরে শনিবার বিকালে প্রকাশ্যে ইউছুফকে ছুরিকাঘাত করে সোহেল। পরে স্থানীয় জনতা ধাওয়া করে
সোহেলকে ঘেরাও করে রাখলে খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।