শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের এ সংখ্যা চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৮ জনে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।