স্কুল হকি লিগে মিউনিসিপ্যাল চ্যাম্পিয়ন

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:২৯ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত ২৪তম স্কুল হকি লিগের ১১তম শিরোপা ঘরে তুলেছে মিউনিসিপ্যাল স্কুল। গতকাল শনিবার সুপার থ্রীর শেষ ম্যাচে নাসিরাবাদ স্কুলকে ৪-২ গোলে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে স্বাগতিকরা। ম্যাচে মিউনিসিপ্যালের পক্ষে অনিক ৩টি ও নিশান ১টি করে গোল করে। নাসিরাবাদের পক্ষে জেভিয়ার ও শরফুদ্দিন ১টি করে গোল করে। লিগে ৫ খেলা শেষে মিউনিসিপ্যাল স্কুল সবকটি ম্যাচে জয়লাভ করে সর্বোচ্চ ১৫ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। নাসিরাবাদ ৯ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হয়। লিগে ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করে মিউনিসিপ্যালের অনিক দাস এবং সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করে একই স্কুলের প্রেম ঘোষ। ম্যাচসেরা হয় নাসিরাবাদ স্কুলের সৈয়দ মোহাম্মদ হোসাইন। খেলা শেষে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম পুরস্কার বিতরন করেন। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল। এ সময় উপস্থিত ছিলেন হকি কেন্দ্র পরিচালক মোশফেকুর রহমান আরমান।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ম্যাফ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধএশিয়ান শুটিংয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়