হাটহাজারীতে অনূর্ধ্ব-১৫ ফুটবলে বড় উঠান ক্রীড়া সংস্থা সেমিফাইনালে

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারী খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বড় উঠান ক্রীড়া সংস্থা। গতকাল ১২ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় তারা ২-০ গোলে হাটহাজারী স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সেরা খেলোয়াড় বিজয়ী দলের ওসমানকে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, সাবেক সভাপতি মোহাম্মদ রাশেদ, সেলিম চৌধুরী মানিক,সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল জসিম প্রমুখ। আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে আলো ফুটবল একাডেমির মুখোমুখি হবে মাহলুমা ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মুঈনুদ্দীন হোসেন স্মৃতি ক্রিকেটে মাসকো সাকিবের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধবনফুল ২য় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন