সিএমপির সম্মেলন কক্ষে গতকাল শনিবার সিএমপি কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী ও সহযোগিতায় ছিলেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। সভার পক্ষ থেকে সিএমপি কমিমনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং সহ- সভাপতি এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) ও সহ- সভাপতি আ স ম মাহাতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও নির্বাহী সদস্য প্রকৌশলী মো. আব্দুল ওয়ারীশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শেখ শরীফ-উজ-জামান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) আসিফ মাহমুদ গালিব, নির্বাহী কমিটির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, র্নিবাহী সদস্য, আফতাব রহিম চৌধুরী (ফেরদাউস), জাহানারা বেগম, হরমুজ শাহ বেলাল, মোহাম্মদ ওসমান গণি, প্রকৌশলী এস এম শহীদুল আলম (টেকনিকেল ও ভবন র্নিমাণ কমিটি সদস্য), সহকারী পরিচালক, মো. সেলিম নাসের, হিসাব র্কমর্কতা মো. আব্দুল কাইয়ূম ও সাইট ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান সোহেল।
সংস্থার বহুতল ভবন ও হাসপাতাল নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আরও অধিক হারে আজীবন সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। বন্ধ থাকা ফ্রাইডে ক্লিনিক পুনরায় চালু করার সিদ্ধান্ত, চট্টগ্রামের ব্যক্তিদের নিয়ে নৈশভোজের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থার সহ-সভাপতি ও সিভিও পেট্রোক্যমিকেল রিফাইনারীর চেয়ারম্যান শামসুল আলম শামীম সংস্থার বহুতল ভবন ও হাসপাতাল নির্মাণে সভায় ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। আরও অন্যান্য সহযোগিতার ঘোষণা দেন তিনি। সভায় আয়-ব্যয় হিসাব জানুয়ারি থেকে অক্টোবর অনুমোদন করা হয়। সভায় হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।