সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এ মোতালেব বলেছেন, জাতির যে কোন দুর্যোগময় মুহুর্তে ও সোনালী অর্জনে ছাত্রলীগ ও গর্বিত অংশীদার। এ সংগঠনের নেতা- কর্মীদের যেমন রয়েছে গভীর দেশপ্রেম ও আদর্শবোধ তেমনি এটি সংগঠক তৈরির কারখানাও। তাই আগামী জাতীয় নির্বাচনে অশুভ শক্তিকে মোকাবলা করার জন্য ছাত্রলীগকে ভুমিকা পালন করতে হবে। তিনি গত শুক্রবার সাতকানিয়ার চিববাড়ি হাই স্কুল মাঠে সদর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, ছাত্রলীগের কমিটিতে মাদকসেবীও বিক্রেতাদের কোন স্থান নেই।
আগামী জাতীয় নির্বাচনে ছাত্রলীগকে সুসংগঠিত করে নৌকার বিজয় নিশ্চিত করাই হলো আমাদের লক্ষ্য।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চেয়ারম্যান সেলিম উদ্দিন, ওয়াহিদুল ইসলাম, নাসিমুল করিম শিকদার, হারুনুর রশিদ, আশিকুর রহমান, জয়নাল আবেদিন জয়, কে এম পারভেজ উদ্দিন, ইয়াসিন চৌধুরী জনি, মামুনুর রহমান, তসলিম উদ্দিন, মোহাম্মদ রাশেদ, আসিফুর রহমান চৌধুরী, এরশাদুর রহমান রিয়াদ, মো. রিয়াদ, এস এম নুর রুবেল, আরিফুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।