গাউসিয়া কমিটি পাহাড়তলী থানার মাহফিল

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:১৪ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি পাহাড়তলী থানার উদ্যোগে ফাতেহা-ই-ইয়াজদাহুম মাহফিল ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে তকরির পেশ করেন হাফেজ আবদুল হালিম। বক্তব্য রাখেন মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ মুছা, আব্দুল খালেক, হাজী মুহাম্মদ ইউসুফ আলী, কাজী মুহাম্মদ রবিউল হোসেন রানা, মুহাম্মদ মাসুদ মিয়া, মুহাম্মদ হামিদুল ইসলাম হাসিব, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ আরাফাত ফারাবি, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ মনির হোসেন মনু, মুহাম্মদ রাকিব উদ্দিন, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ জাহিদুল ইসলাম জিকু, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ আলী, মুহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, বড়পীর গাউসুল আযম আবদুল কাদের জিলানী (রা.) ছিলেন ওলীকুল শ্রেষ্ঠ অতুলনীয় ব্যক্তিত্ব। তাঁর আদর্শ প্রাত্যহিক জীবনে ধারণ করে মহানবী (সা)’র সন্তষ্টি অর্জনে ব্রতী হতে হবে। তবেই জীবনের সার্থকতা আসবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলাম ধর্মের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি এসেছে
পরবর্তী নিবন্ধডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সচেতনতার বিকল্প নেই