নানিয়ারচরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতা মামুনকে (২৮) আটক করেছে পুলিশ। আটক যুবক ফেনীর নুর উদ্দিনের পুত্র। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় বসবাস করেন। গতকাল শনিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে নানিয়ারচর থানা পুলিশ যৌথ বাহিনীর সহযোগিতায় কুতুকছড়ি এলাকা থেকে আসামিকে একটি চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মামুন খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে বড় সিন্ডিকেটের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মামুন দীর্ঘদিন ধরে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে রং, চেসিস ইত্যাদি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ নানা মহলের।