হুমায়ূন মেলা আজ

আজাদী ডেস্ক | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:৫৬ পূর্বাহ্ণ

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন (১৩ নভেম্বর) উপলক্ষে আজ আয়োজন করা হয়েছে হুমায়ূন মেলার। চ্যানেল আই প্রাঙ্গণে সকালে উদ্বোধন হয়ে দিনব্যাপী চলবে এই মেলা। এবারের হুমায়ূন মেলা কেমন হবে তার ধারণা দিতেই গতকাল শনিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সাংবাদিকদের উদ্দেশে সেখানে কথা বলেন বিশিষ্টজনরা।
আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান বলেন, যারা বই পড়েন না, যারা একসময় মনে করছেন যে হুমায়ূন আহমেদ কী লিখেন, তারা এখন বুঝতে শিখেছেন যে হুমায়ূন আহমেদ আমাদের জন্য কী ছিলেন। বাচসাসের সভাপতি রাজু আলীম বলেন, আমি সত্যজিৎ রায়কে দেখিনি, আমি হুমায়ূন আহমেদকে দেখেছি। প্রবাসী কথাসাহিত্যিক শহীদ হোসেন খোকন জানান, হুমায়ূন আহমেদের জন্মদিনে লেখকের প্রতি ভালোবাসার টানে প্রতি বছরই তিনি বাংলাদেশে আসেন।

অন্যপ্রকাশের প্রকাশক ও প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, কালজয়ী সৃষ্টির মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন। আজ তাকে স্মরণ করছি। কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, হুমায়ূন আহমেদ পাঠক তৈরি করেছেন, দর্শক তৈরি করেছেন এবং তিনি বাংলাদেশের প্রকাশনকে প্রায় একাই দাঁড় করিয়েছেন।
এবারের মেলায় উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা। চ্যানেল আই প্রাঙ্গণে মিলিত হবেন সারা দেশের অসংখ্য হুমায়ূন ভক্ত।

উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান এবং তার স্মরণে স্মৃতিকথা বলবেন অনুষ্ঠানে বিশিষ্টজনরা। নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পীরা। আরো থাকবে হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। হুমায়ূন আহমেদ স্মরণে চিত্রাঙ্কন করবে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিশ্ব নিউমোনিয়া দিবস পালন
পরবর্তী নিবন্ধনানিয়ারচরে চোরাই বাইকসহ চক্রের মূল হোতা আটক