দক্ষিণ কাট্টলীতে ধর্ম সম্মেলন

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলীর দুর্গাপাড়ায় দামোদর উৎসব দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ৫ ও ৬ নভেম্বর সম্পন্ন হয়। প্রথম দিবসে উৎসব কমিটির সভাপতি গোপাল মজুমদারের সভাপতিত্বে ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন বিসিএসআইআর’র প্রধান কর্মকর্তা ড. শ্রীবাস ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক শম্ভু দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাহাড়তলী থানার সভাপতি অলক কান্তি দাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, সংগঠক প্রকৌশলী উত্তম দে মুন্না, সমাজসেবক সুমন কুমার বনিক। ঐক্য পরিষদ নেতা সুকান্ত দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বিজয় রঞ্জন ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটির সহ-সভাপতি বাসুদেব চৌধুরী, রতন সাধু, উজ্জ্বল সরকার। ভাগবত পাঠ করেন কনক বসাক। ২য় দিবসে অহোরাত্র নামকীর্তন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহরিণ খাইনে মাদক ও সন্ত্রাস বিরোধী জনসমাবেশ
পরবর্তী নিবন্ধযুব ইউনিয়ন কোতোয়ালী থানার সম্মেলন