চট্টগ্রাম ব্রাদার্স ক্রিকেট একাডেমি আয়োজিত সৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মৃতি অনূর্ধ্ব-১৮ ইন্টারন্যাশনাল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল সকালে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. তাহেরুল আলম চৌধুরী স্বপন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সিজেকেএস ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন বিসিবি কিউরেটর জাহিদ রেজা বাবু, ব্রাদার্স একাডেমির পরিচালক মো. মমিনুল হক, আমিনুল হকসহ খেলোয়াড় ও সংগঠকবৃন্দ।
দ্বিতীয় বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের ২টি, চট্টগ্রামের ৬টি, ঢাকার ২টি (মাস্কো সাকিব ও বিকেএসপি), কুমিল্লার ১টি এবং খাগড়াছড়ির ১টি একাডেমি অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়, সম্মাননা সূচক উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং আয়োজক সংস্থার পক্ষ থেকে ভারতের জলপাইগুড়ি’র একাডেমি দলের কোচ পার্থ প্রতিম মন্ডল ও ম্যানেজার বিদ্যুত রয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জলপাইগুড়ি একাডেমির পক্ষ থেকে আয়োজক সংস্থা ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে এবং ব্রাইট ক্রিকেট একাডেমিকে ক্রেস্ট প্রদান করা হয়। এরপর অতিথিবৃন্দ কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের ব্রাইট ক্রিকেট একাডেমি ৬ উইকেটে ভারতের জলপাইগুড়ি একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের জলপাইগুড়ি একাডেমি ৩১ ওভারে ৭৩ রান করে অল আউট হয়। দলের পক্ষে ভাসকাপ ১৯, সরকার ১৫ এবং অমিত করে ১২ রান। ব্রাইট ক্রিকেট একাডেমির পক্ষে আশরাফুল নিয়েছে ৫ উইকেট, প্রিয়ন্ত নিয়েছে ২টি উইকেট। জবাবে ব্যাট করতে নামা ব্রাইট ক্রিকেট একাডেমি ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে জয় ২২, মনির ১৫ এবং হিমেল করে ১১ রান। ম্যাচ সেরা হয়েছে ব্রাইট ক্রিকেট একাডেমির আশরাফুল।