ব্রিটিশ রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে রাজা চার্লসের রাজকীয় এক সফরকালে ইয়র্ক নগরীতে এ ঘটনা ঘটে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রথমবারের মতো তার মূর্তি উন্মোচন করতে এই সফরে গিয়েছিলেন তারা। চার্লস ও ক্যামিলাকে অভ্যর্থনা জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় করে মানুষজন। হঠাৎই সেই ভিড়ের মধ্য থেকে তাদের দিকে ডিম ছোড়ার ঘটনায় একজনকে ঠেকায় পুলিশ। ২৩ বছর বয়সী এক যুবককে চিৎকার করে বলতে শোনা যায়, এই দেশ দাসদের রক্তে তৈরি। এসময় ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ‘গড সেভ দ্য কিং’ এবং বিক্ষোভকারীর উদ্দেশে ‘শেম অন ইউ’ বলেও চীৎকার করেন। বিবিসি জানায়, আটক হওয়া ২৩ বছর বয়সী ওই যুবক ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, তারা এ ঘটনার ছবি দেখে ‘হতবিহ্বল’ হয়েছে। ওই শিক্ষার্থীর অসদাচরণের ঘটনা খতিয়ে দেখা হবে।
স্থানীয় নেতারা রাজা চার্লস এবং ক্যামিলাকে স্বাগত জানানোর সময় দুইজনকে লক্ষ্য করে কয়েকটি ডিম ছোড়া হয়। তবে একটি ডিমও চার্লস কিংবা ক্যামিলার গায়ে লাগেনি।