পাতায় পাতায় কেবল পুরনো ছবি
আশ্রমিক নীরবতাসংগ্রহ
নোনাধরা, রঙচটা
ধারালো বিষাদের ছোরায়
সেই উন্মাদ আশ্রম আড়াআড়ি কেটে
একটা সবুজ কেক পেয়ে যাব
টুকরোর নীচে ঝর্ণা, স্বচ্ছসলিলা
গতচেতনার সাদাকালো মাছ-
নতুন ভাষা শিখে তারা ফিরছে
হাঁসের দলের পাশে ভেসে
অমল তীরে, স্মৃতিদীপিত।
জন্মদিনে পরার্থপর ছিপ, এবার
কেকটুকুর ভবিষ্যৎ ভাববে একা একা।