চট্টগ্রাম একাডেমিতে ‘অন্তরঙ্গ আলোকে ড. বদরুল হুদা খান’ শীর্ষক অনুষ্ঠান

| শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমিতে গত বুধবার ছিলো ‘অন্তরঙ্গ আলোকে ড. বদরুল হুদা খান’ শীর্ষক অনুষ্ঠান। এতে খ্যাতিমান শিক্ষাবিদ, ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান সম্পাদিত ‘ঐতিহ্যের সিআরবি : চট্টগ্রামের ফুসফুস’ সংকলন ও বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক ড. আনোয়ারা আলমের ‘শিশির থেকে শবনম’ বই নিয়ে আলোচনা হয়। অতিথি হিসেবে ছিলেন সংগীতশিল্পী ও শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ ড. সীমা খান।
‘শিশির থেকে শবনম’ গ্রন্থের আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উদিতি দাশ সোমা বলেন, বিদ্রোহী শিশির, সংসারী শিশির, গায়ক শিশির, লেখক শিশির, মা শিশির কেমন করে নীরবে নিভৃতে সবার অগোচরে ভোরের শিশিরের মতো হারিয়ে গেলেন কেউ জানলো না। মায়েদের মৃত্যু কখনো হয় না বলে হয়তো তাঁর সন্তান খ্যাতিমান শিক্ষাবিদ ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খানের ডাকে আর প্রাবন্ধিক গবেষক ড. আনোয়ারা আলমের কলমে আবার তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। লেখক ড. আনোয়ারা আলম সংক্ষিপ্ত বক্তব্যে কৃতজ্ঞতা জানালেন।
চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উমর ফারুক, লায়ন মোস্তাক হোসেন, প্রাবন্ধিক নেছার আহমদ, কবি জিন্নাহ চৌধুরী, কবি অরুণ শীল, কবি আবু মুসা চৌধুরী, জাহাঙ্গীর মিঞা, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী প্রমুখ। এছাড়াও ছিলেন একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত, এস এম আবদুল আজিজ, শারুদ নিজাম, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, কবি আবুল কালাম বেলাল, প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি সিসিই ক্লাবের দ্য স্টল ফেস্ট
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল