প্রধান আসামি ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

মহেশখালীতে কলেজছাত্র হত্যা মামলা

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহেশখালী ডিগ্রি কলেজের ছাত্র আরফাত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি সাইমুন ইসলাম বাবুকে (২২) ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সাইমুন উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা গ্রামের সালাম মিয়া ড্রাইভারের পুত্র। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী।
তিনি জানান, কলেজ ছাত্র আরফাত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি সাইমুন ইসলাম বাবু বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে পুলিশের কাছে গোপন সংবাদ ছিল। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়ে রাখে থানা পুলিশ। বুধবার রাতে ইমিগ্রেশন পুলিশের হাতে সাইমুন গ্রেপ্তার হয়। তাকে মহেশখালী থানায় আনা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতে মহেশখালী ডিগ্রি কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আরাফাত উদ্দিনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। দুদিন পর ২৭ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত মারা যান। এ ঘটনায় সাইমুন ইসলাম বাবুকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করে আরফাতের পরিবার। গত ৩০ সেপ্টেম্বর রামুর গর্জনিয়ার কচ্ছপিয়ায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৪ নম্বর আসামি মো. শাহ আলম (৫৫) ও তার পুত্র ৮ নম্বর আসামি মো. তৌহিদুল আলমকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে বই উৎসব শুরু