রাঙ্গুনিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের নাম ভাঙিয়ে গড়ে তোলা একটি ভুয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার ধামাইরহাট বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী এই অভিযান চালান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই বছর আগে ‘যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’ নামে এই কম্পিউটার শিক্ষা কেন্দ্রটি চালু হয়। প্রতিষ্ঠানটির পরিচালক ফারুক আহমেদ ভুয়া ডকুমেন্ট বানিয়ে এটি সরকার অনুমোদিত বলে এলাকায় প্রচার করেন এবং সাইনবোর্ডেও সরকার অনুমোদিত বলে উল্লেখ করা হয়। এমনকি নির্ধারিত মেয়াদের কোর্সের কথা বলা হলেও মেয়াদের আগেই সনদ দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তার দেয়া সনদে নিয়মবহির্ভূতভাবে সরকারি লোগু লাগিয়ে স্বাক্ষর করেছেন তিনি নিজেই। আবার যারা সনদ নিয়েছেন, এটি তাদের কোনো কাজেই আসছে না বলে ইউএনও বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। এই ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, সরকারি লোগুযুক্ত সনদে প্রতিষ্ঠান পরিচালকের স্বাক্ষর দেওয়ার নিয়ম নেই। তাদের সনদে দেওয়া বারকোড আমি ভেরিফাই করেছি কিন্তু কিছুই আসে না। এই প্রতিষ্ঠানের দেওয়া সনদের ভ্যালু নেই। এছাড়া এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে আমরা অনুমোদন কিংবা অনুমতি দিই না। এভাবে অবৈধভাবে নিজের মতো করে কেউ প্রতিষ্ঠান চালাতে পারে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, সরকারি লোগু যুক্ত সনদে সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়া অন্য কেউ স্বাক্ষর করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। এসময় প্রতিষ্ঠান পরিচালক ফারুক আহমেদকে পাওয়া যায়নি।