চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তারা আগে থেকেই ২২ দফা দাবিতে আন্দোলন করছিলেন।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ইন্সটিটিউট সংলগ্ন নগরীর বাদশা মিঞা সড়ক অবরোধ করেন তারা।
এর আগে দুই দিন সময় নিলেও চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরসহ ২২ দফা দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানিয়েই ইন্সটিটিউট ত্যাগ করেন চারুকলার শিক্ষকরা। প্রতিবাদে সড়ক অবরোধ করেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, “আমরা আজ নবম দিনের কর্মসূচি পালন করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসেছিল কিন্তু কোনো সমাধান দিতে পারেননি তারা। তাই আমাদের আন্দোলন চলবে। এছাড়া, আজ চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কিন্তু শিক্ষকরা এ বিষয়ে কিছুই জানাননি।”
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের অনেক দাবি রয়েছে। ২২ দফা থেকে সরে তারা এখন চারুকলাকে ক্যাম্পাসে আনার দাবি তুলেছে। এটা সময়সাপেক্ষ বিষয়।”
এর আগে গত ২ নভেম্বর থেকে আবাসিক হল নির্মাণ এবং শ্রেণিকক্ষ সংস্কারসহ ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাসবর্জনের ডাক দেন ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।