আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মহানগরের আওতাধীন ৭, ৮, ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে কর্মীসভা, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সম্প্রতি নগরীর দুই নং গেটে একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নূর চৌধুরী তপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।