হাটহাজারীতে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন পরিচালিত কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষার বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদর পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা গত সোমবার হাটহাজারী বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ।
অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল, প্রধান বক্তা ছিলেন লায়ন মঈন উদ্দিন কাদের লাভলু, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দুল আজাদ, অধ্যক্ষ মোহাম্মদ ওসমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম মল্লিক, মোহাম্মদ নাজিম উদ্দীন, অভিভাবক অ্যাডভাকট মুহাম্মদ জাহাঙ্গীর আলম, তাহমিনা তালুকদার।