কোতোয়ালী এলাকার বহুতল ভবনের গ্যারেজে আগুন

আজাদী অনলাইন | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ৭:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকায় একটি বহুতল ভবনের গ্যারেজে পরপর দুটি বিষ্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসি ফায়ার সার্ভিসের খবর দিলে চন্দনপুরা থেকে দুটি ইউনিট এসে গ্যারেজে পানি ছিটায়। ধোঁয়া বন্ধ হওয়ায় এলাকায় স্বস্তি নেমে আসে।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শিশুবাগ স্কুলের পূর্ব পাশের স্কাই জেনুইন ভবনের নীচ তলায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী অনীল কুমার বলেন, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ দুই বার বিষ্ফোরণ ঘটে। এরপর ধোঁয়া বের হয়। আমরা আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দিই। ফায়ার সার্ভিস থেকে কর্মীরা এসে ধোঁয়া লক্ষ্য করে পানি ছিটায়। ধোঁয়া বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি নেমে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, ওই বহুতল ভবনের গাড়ির গ্যারেজে পার্কিং করা একটি গাড়ির সিলিন্ডার বিষ্ফোরিত হয়েছে। শুধু সংশ্লিষ্ট গাড়িটিই ক্ষতিগ্রস্থ হয়েছে। এর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
পরবর্তী নিবন্ধ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করবে মেটা