মহানগরী কিশোর ফুটবল লিগের খেলোয়াড় বাছাই আজ শুরু

| বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

মহানগরী কিশোর ফুটবল লিগের খেলোয়াড় বাছাই আজ ৯ নভেম্বর থেকে শুরু হবে। এ বাছাই চলবে ১০,১১ এবং ১২ নভেম্বর পর্যন্ত। অফিস চলাকালিন সময় সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত এ খেলোয়াড় বাছাই কার্যক্রম চলবে এবং নির্বাচিত দলগুলোকে উক্ত তারিখে উপস্থিত হয়ে বাছাই কার্য শেষ করতে হবে।

খেলোয়াড় বাছাইকালে খেলোয়াড়দেরকে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, বয়সের সনদ পত্র, ৫ম, ৮ম শ্রেণি ও জেএসসি পরীক্ষার বোর্ডের রেজিষ্ট্রেশন কার্ডের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে। মোবাইল ধারনকৃত ছবি গ্রহন করা হবে না ।

দলগুলো হলো:বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি,চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমি,কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, বাবর ফুটবল একাডেমি, ফরিদ ফুটবল একাডেমি, মহসিন সাজু ফুটবল একাডেমি, পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্র, রামপুরা একাদশ, হালিশহর একাদশ ক্লাব, সীতাকুন্ড যুব কিশোর ফুটবল ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি, মাদারবাড়ী শোভনীয় ফুটবল একাডেমি এবং কাজল ফুটবল একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুলশান ক্লাব অলিম্পিয়ার্ডের টেবিল টেনিসে চিটাগাং ক্লাব চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড দুই-একজনের ওপর নির্ভরশীল দল না : উইলিয়ামসন