পরিত্যক্ত বোটে দেড় লাখ টাকার বিয়ার ও সিগারেট

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ৯:৫৭ পূর্বাহ্ণ

একটি পরিত্যক্ত বোট থেকে ১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ বিয়ার ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের সদস্যরা। গত সোমবার চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরের অদূরে পারকি বীচ সংলগ্ন এলাকায় টহল দেয়ার সময় বোটটিতে অভিযান চালানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ২১৫ ক্যান অবৈধ বিদেশি বিয়ার এবং ৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদী রক্ষায় ৮ প্রস্তাব
পরবর্তী নিবন্ধইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার