চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ এককের খেলাসমূহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল সোমবার ক্লাবের স্পোর্টস জোনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের উদ্বোধনী সেশনের মধ্যদিয়ে শুরু হওয়া প্রতিযোগিতার বেশ কয়েকটি খেলা সম্পন্ন হয়েছে।
‘ক’ গ্রুপ থেকে সাইদুল ইসলাম প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছেন। ‘খ’ গ্রুপ থেকে সুবল বড়ুয়া এবং নজরুল ইসলাম প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন। ‘গ’ গ্রুপ থেকে ফারুক তাহের, কুতুব উদ্দিন এবং হাসান নাসির প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হন।
খেলাসমূহ পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া উপ-কমিটির আহবায়ক দেবাশীষ বড়ুয়া দেবু। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, দেবদুলাল ভৌমিক, স্থায়ী সদস্য একেএম কামরুল ইসলাম চৌধুরী, মঞ্জুরুল আলম মঞ্জু, বিশ্বজিৎ বড়ুয়া, মোহাম্মদ ফারুক, মিহরাজ রায়হান, ফারুক তাহের, রেজাউল করিম, এস এম আজিজুল কদির, শৈবাল আচার্য্যসহ প্রেস ক্লাবের অনেক সদস্য উপস্থিত ছিলেন।