বাচিক সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে একুশের প্রথম কবিতার রচয়িতা কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯৬তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘কাঁদতে আসিনি …’ শিরোনামে এক আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার।
অতিথি আলোচক ছিলেন নাট্য নির্দেশক ও তথ্যচিত্র নির্মাতা হিমেল ইসহাক, কবি ও বাউল তাত্ত্বিক গবেষক স্বপন মজুমদার, উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য মো. সালাহউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহের এবং সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী এ এস এম এরফান।
অনুষ্ঠানে চসিক মেয়র মো. রেজাউল করিম বলেন, কবি মাহবুব উল আলম চৌধুরী একজন বাঙালি রেনেসাঁ পুরুষ। তিনি বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশের ক্ষেত্রে যে ভূমিকা রেখে গেছেন, তা আমাদের জন্য প্রাতঃস্মরণীয় হয়ে আছে।
অনুষ্ঠানে কবি মাহবুব উল আলম চৌধুরীর কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, বনকুসুম বড়ুয়া, মছরুর হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, অনির্বাণ চৌধুরী, তৈয়বা জহির আরশী, উমেসিং মারমা, মাহফুজা হক স্নিগ্ধা, সোহান আল মাফি, সানজিদা রশীদ। উচ্চারকের শিল্পীদের মধ্য থেকে আবৃত্তি করেন সজল চৌধুরী, মৌসুমী চক্রবর্তী, এ্যানি চৌধুরী, শামীমা ইয়াছমিন, দিপা দাশ মিতু, পুণম দত্ত, রোকসানা আফরিন, হামিদ উদ্দিন ও শিশুশিল্পী অর্পিতা চৌধুরী, জ্ঞানময়া বর্ধন, ফাবিহা তাহের আবৃত্তি। প্রেস বিজ্ঞপ্তি।