সাবেক ব্যাংক পরিচালক নুর-উন-নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চেক প্রতারণা মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ৯:৩৯ পূর্বাহ্ণ

দেড়শ কোটি টাকার ১টি চেক প্রতারণার মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ নুর উন নবীর বিরুদ্ধে গতকাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। সমন জারির পরও হাজির না হওয়ায় বাদী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড হালিশহর শাখার আবেদনের প্রেক্ষিতে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মো. নুর উন নবী লক্ষীপুর জেলার নবীনগর এলাকার মৃত নুর উন রহমানের ছেলে। থাকেন নগরীর ডবলমুরিং থানাদীন শেখ মুজিব রোড এলাকায়।

ওই এলাকার মেসার্স আক্তার এন্টারপ্রাইজের মালিক তিনি। বাদী পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের পক্ষে ব্যাংক কর্মকর্তা প্রিতম দাশ এন আই এ্যাক্টের বিধান অনুযায়ী চলতি বছর মামলাটি (মামলা নং ১৯০/২২) দায়ের করেন।

আদালতসূত্র জানায়, ২০০ কোটি টাকার চেক প্রতারণার অপর এক মামলায় একই আসামির বিরুদ্ধে চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গত ১৩ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পূর্ববর্তী নিবন্ধঅবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগের তাগিদ যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ডে স্মরণকালের বৃহত্তম জনসভা করতে চায় আ. লীগ