জিপিএইচ ইস্পাত নিয়ে এল ৬০০ গ্রেডের নতুন রড

| মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ৯:৩৪ পূর্বাহ্ণ

কোয়ান্টাম ইলেক্ট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তির মাধ্যমে ৬০০ গ্রেডের রড/স্টিল রি-বার উৎপাদন শুরু করছে জিপিএইচ ইস্পাত, যা বাংলাদেশে প্রথম বলে এ কোম্পানির ভাষ্য।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জিপিএইচ ইস্পাত বলছে, বাজারের যে কোনো রডের তুলনায় তাদের এই ৬০০ গ্রেডের রড/স্টিল রি-বার বেশি শক্তিশালী এবং ভূমিকম্পের সময় ভবনকে বেশি নিরাপদ রাখতে সক্ষম। রোববার রাজধানীর একটি হোটেলে জিপিএইচ ইস্পাতের এই নতুন পণ্যের উদ্বোধন হয়। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিপিএইচ ইস্পাত ইতোমধ্যে প্রযুক্তির উৎকর্ষে বিশ্বব্যাপী বাংলাদেশকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। এই পথচলায় এবার এরা যুক্ত করলো ‘জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর’ স্টিল রি-বার, যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। খবর বিডিনিউজের।

অনুষ্ঠানে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ ইস্পাত সবসময় মজবুত নির্মাণে শক্তিশালী বাংলাদেশ গড়ায় নিরলস কাজ করে চলেছে। এরই ধারায় আমরা এনেছি হাই স্ট্রেংথ ও হাই পারফরমিং স্টিল রি-বার। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রড শ্রমিক, পরিবহন ও ক্রেন খরচ কমানোর পাশাপাশি নির্মাণ সময়ও কমিয়ে আনবে। এছাড়া এটি ব্যবহার করা হলে অবকাঠামো নির্মাণে সর্বোচ্চ ৩০ শতাংশ কম রড লাগবে এবং পরিবেশ দূষণ রোধেও সহায়ক ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটি জানায়, এই রড বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষিত। বিশ্ববিদ্যালয়েল পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান অনুষ্ঠানে বলেন, সবরকম গাইডলাইন অনুসরণ করে ২০২১ সালে জিপিএইচ ইস্পাত পরীক্ষামূলকভাবে এই স্টিল উৎপাদন করে। অন্যদের মধ্যে এমিরেটাস অধ্যাপক ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামিম জেড বসুনিয়া এবং মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩৪ বিলিয়নে
পরবর্তী নিবন্ধহয় সংহতি, নয়তো আত্মহত্যাকে বেছে নিন