লোহাগাড়ার চুনতিতে অবৈধভাবে পাচারকালে পিকআপ ভর্তি ফার্নিচার জব্দ করা হয়েছে। আজ সোমবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার।
তিনি জানান, সেগুন ও আকাশমনি কাঠের তৈরি ফার্নিচার পিকআপ যোগে অবৈধভাবে পাচারের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ফার্নিচারের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। ফার্নিচারগুলো পাচারের উদ্দেশ্যে টেকনাফ নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত ফার্নিচার ও পিকআপ বনবিভাগের হেফাজতে রয়েছে।