চট্টগ্রামে নতুন ৩ জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ২.২২ শতাংশ। তবে একই সময়ে এই ভাইরাসে কারো মৃত্যু হয়নি।

এর আগে রবিবার (৬ নভেম্বর) চট্টগ্রামে ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। আজ সোমবার (৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১১টি ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত তিনজনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৭৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪০৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

পূর্ববর্তী নিবন্ধসমবায়ের মূলমন্ত্রে বেকারত্ব দূরীকরণে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধপটিয়ার কালারপুল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী